কিভাবে বুঝবেন আপনার খরগোশটি প্রজনন এর উপযুক্ত হয়েছে
খরগোশ প্রজনন -এর ব্যবস্থাপনা
প্রজনন এর বয়স
স্ত্রী খরগোশ ৫-৬ মাস
পুরুষ খরগোশ ৫-৬ মাস (যদিও পুরুষ খরগোশ ৫-৬মাসে পরিনত হয়, ভাল মানের বাচ্চা পাবার জন্য ওদেরকে এক বছর বয়সে প্রজনন-এব্যবহার করা উচিত্)
প্রজনন এর জন্যখরগোশ নির্বাচন
৫-৮ মাস বয়সে, পূর্ণ বয়স্কের শারীরিক ওজন হলে সেই খরগোশকে নেওয়া যায়।
প্রজনন -এর জন্য পুরুষ ও স্ত্রী খরগোশ বেশী লিটার সাইজ থেকে বেছে নেওয়া উচিত।
ভাল স্বাস্থ্যের খরগোশ বেছে নেওয়া উচিত্। ভাল স্বাস্থ্যের খরগোশ সক্রিয় হয় এবং খাদ্য ও পানীয় গ্রহন স্বাভাবিক হয়। ওরা নিজেদের শরীর পরিস্কার রাখে। স্বাস্থ্যবান খরগোশের লোম সাধারনতঃ পরিস্কার, নরম ও চকচকে থাকে।
প্রজনন-এর সময় পুরুষ খরগোশ বাছার সময় উপরের গুণগুলো ছাড়াও দেখতে হবেযেন ওদের অন্ডকোষে পরিনত দুটি বিচি থাকে।
পুরুষ খরগোশ বাছার সময় তাদের প্রজনন-এর ক্ষমতা যাচাই করার জন্যস্ত্রী খরগোশের সাথে মেটিং করতে দিয়ে দেখতে হবে।
স্ত্রী খরগোশের রজমতী বা উত্তপ্ত হওয়ার লক্ষণ
খরগোশের কোন বিশেষ রজঃ-চক্র নেই। যখনই স্ত্রী খরগোশ মেটিং করতে দেয় তখনই সে রজঃমতী। কখনো কখনো স্ত্রী খরগোশের যোনিদ্বারে অতিরিক্ত রক্ত সঞ্চার হয়। সামনে পুরুষ খরগোশ রাখা হলে স্ত্রীটি পিঠ নীচু করে পেছন উঁচু করে দেয়।স্ত্রীটি যদি উত্তপ্ত না হয়, খাঁচার কোনে চলে যায়, এবং পুরুষটিকে আক্রমন করে।

রোগ সম্পর্কে বললে খুশি হতাম
ReplyDeleteখরগোশ যা যা খায়, দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন
ReplyDeletehttps://youtu.be/ZF0AYi7ugy0
একটি খরগোশ কতদিন বাঁচে?
ReplyDelete7 বছর সাধারণত তবে 5 বছর পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম থাকে
Deleteএকটি খরগোশ তাঁর জীবনকালে কতগুলি বাচ্চা দেয়?
ReplyDeleteআমার মেয়ে খরগোশ বড় ছেলে খরগোশ টা ছোট মিটিং করলে কি বাচ্চা হবে। যানাবেনকি
ReplyDelete