আপনার খরগোশকে কি খাওয়াবেন?
খাদ্য ব্যবস্থাপনাঃ
বয়স ও প্রজাতি ভেদে খরগোশের খাদ্য গ্রহণ ও পুষ্টির প্রয়োজনীয়তা ভিন্ন হয়। একটি বয়স্ক খরগোশের খাদ্যে পুষ্টির জন্য ক্রুড প্রোটিন ১৭-১৮%, আঁশ ১৪%, খনিজ পদার্থ ৭% ও বিপাকীয় শক্তি ২৭০০ কিলোক্যালরী/ কেজি হওয়া প্রয়োজন।
খাদ্যে পরিমাণঃ
বয়স্ক খরগোশের জন্য প্রতিদিন ১৩০-১৪৫ গ্রাম, দুগ্ধবতী খরগোশের জন্য প্রতিদিন ২৫০-৩০০ গ্রাম ও বাড়ন্ত খরগোশের জন্য প্রতিদিন ৯০ গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে।
খাদ্যের ধরণঃ
সবুজ শাক-সবজিঃ ঋতু ভিত্তিক সবজি, পালং শাক, গাজর, মুলা, শশা, শাকের উচ্ছিষ্টাংশ, সবুজ ঘাস ইত্যাদি।
দানাদার খাদ্যঃ চাল, গম, ভুট্টা, তৈলবীজ ইত্যাদি। তবে, বাণিজ্যিকভাবে খরগোশ পালনের জন্য ব্রয়লার মুরগির জন্য প্রস্তুতকৃত খাদ্য খরগোশের রেশন হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ছবিতে প্রাপ্ত বয়স্ক খরগোশের খাদ্য তালিকা দেয়া হল:
অসুস্থ খরগোশের চোখ ফ্যাকাসে, কান খাড়া থাকে না, লোম শুষ্ক ও রুক্ষ দেখায়, খাদ্য ও পানি পানে অনীহা প্রকাশ করে, দৌড়াদৌড়ি কম করে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি প্রভৃতি লক্ষণ দেখা যায়।
বাচ্চা খরগোশ কে কি কি খাবার খাওয়াবো??
ReplyDeleteযে কোনো ধরনের শাক ও বাঁধাকপির পাতা গম ইত্যাদি খাওয়াতে পারেন ।
Deleteখরগোশ কী ধনেপাতা খায়?
ReplyDeleteহ্যাঁ আমাদের খরগোশ টা ধনেপাতা খুব ভালোকরেই খাই।
Deleteখুব মোজ করে খায় ওরা,👌
Deleteখরগোশ কি পানি খেতে পা???
ReplyDeleteহ্যা ভাই।পানি খায়
Deleteআমার খরগোশকে পানি দিলে কখনো খায় না
Deleteখরগোশ কি পুইশাক খায়
ReplyDeleteহ্যাঁ খায়
DeleteAmader khorgos gulo khayna
Deleteপুঁই শাক খাইনা কিন্তু অন্যান্য শাক খাই যেমন পালং, ডাটা শাক, কমলি শাক, বাঁধাকপির শাক ইত্যাদি ।
DeleteHallo Friends
ReplyDeleteHelp Me Please
খরগোশ এর বাচ্চা কে কয় দিন পর
ঘাস/ শাক সবজি খাওয়ানো যাবে
15দিন
Deleteরান্না করা সবজি খাওয়া যায় কি না
ReplyDeletehttps://youtu.be/ZNhniqXzvQc
ReplyDeleteবিশাল একটি খরগোশের খামার
https://youtu.be/ZNhniqXzvQc
ReplyDeleteদেখুন বিশাল বড় খরগোশের খামার
আমার খরগোশের লোম উঠে যাচ্ছে কিন্তু চামড়া লাল হয়নি কি করা যাবে?
ReplyDeleteখরগোশ যদি পরিমানের চেয়ে বেশি খায় কোন সমস্যা হয় কি?
ReplyDeleteখরগোশ যা যা খায়, দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন
Deletehttps://youtu.be/ZF0AYi7ugy0
না ওরা সারাদিনই খায়
Deleteখরগোশ যা যা খায়, দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন
ReplyDeletehttps://youtu.be/ZF0AYi7ugy0
Link ta to ashtase na.
Deleteআমার খরগোশ টা পাতলা পায়খানা করছে,, আবার কিছু সময় পর শক্ত পায়খানা করছে,, বিগত ৩-৪ দিন হইলো এমন হচ্ছে,,
ReplyDeleteকি করা উচিত,,??
আমার খরগোশ টা ঘাস খেতে চাচ্ছে না একদম ই।শুধু ঠোস্কা পাতা খায় যেতা কিছুটা ধারালো।এখন আমার করনীয় কি?
ReplyDeleteখরগোশ এর জ্বর আসলে কি করা উচিৎ?
ReplyDeleteপশু হাসপাতালে নিয়ে যান ।
Deleteমা খরগোশকে কি খাওয়াবো??
ReplyDeleteKhorgosh ke ki kheshari shak khawano jabe??? Amr khorgosher baccha ta gajor,shosha,palong shak o khayna.
ReplyDeleteখরগোশের কত বয়স হলে বাচ্চা দেয়?
ReplyDelete৬ মাস।
Deleteআমার খরগোশ পানি খায় না। না খাইলে কি কোনো সমস্যা???
ReplyDeleteওরা বাকি যেসব খাবার খাই সেটাতেই ওদের জলের চাহিদা পূরণ হয়ে যায় ।
Deleteamar khorgos ta pani khai na..ami ki korbo??
ReplyDeleteআচ্ছা খরগোশ কে নাকি বেশি পানি খাওয়ানো উচিত না? পানি খাওয়ালে নাকি খরগোশ বেশিদিন বাঁচে না এটা কতটা যুক্তিসঙ্গত জানাবেন প্লীজ!
ReplyDeleteআর একটা কথা সেটা হচ্ছে খরগোশ কে ঠিক কি রকম তাপমাত্রায় রাখা প্রয়োজন বেশি গরম এ রাখতে ভয় লাগে বা হালকা গরম ই রাখতে ভয় লাগে যদি স্টোক করে তাই আর ফ্যান এর বাতাসের নিচে রাখতে ভয় লাগে যদি ঠান্ডা লাইগা যায় বা কিছু হয় তাই আমার তাহলে এখন কি করনীয় কেমন টেম্পারেচার এ রাখবো তাদের আর কত দিন পর পর তাদের গোসল করাবো?
আমার খরগোশগুলো সবসময় ফ্যান এর নিচে থাকে , আর জলের চাহিদা ওদের অনান্য খাবার থেকে পূরণ হয়ে যায় ।
Deleteকেউ বলতে পারবা? আমাদের খরগোশ কিছুদিন ধরে কিছু খাচ্ছেনা কেন কিছু বুঝতে পারছি না
ReplyDeleteতাড়াতাড়ি পশু হাসপাতাল নিয়ে যান
Deleteবাসায় কোন খাবার না থাকলে কি খেতে দেওয়া যেতে পারে
ReplyDeleteগম,চাল,ছোলা,শাক,সয়াবিন ইত্যাদি
Deleteখরগোশকে ছোলা খাওয়ানোর যাবে ?আমার খরগোশ গাজর খেতে চায়না তার জন্য কি করব যাতে গাজর খায় ???
Deleteখরগোশকে ছোলা খাওয়ানোর যাবে ?আমার খরগোশ গাজর খেতে চায়না তার জন্য কি করব যাতে গাজর খায় ???
ReplyDeleteগম খেতে দিলে খরগোশ এর কোনো ক্ষতি হতে পারে? চাল বা মুড়ি কি দেয়া যাবে?
ReplyDelete