আপনার খরগোশকে কি খাওয়াবেন?

খাদ্য ব্যবস্থাপনাঃ
বয়স ও প্রজাতি ভেদে খরগোশের খাদ্য গ্রহণ ও পুষ্টির প্রয়োজনীয়তা ভিন্ন হয়। একটি বয়স্ক খরগোশের খাদ্যে পুষ্টির জন্য ক্রুড প্রোটিন ১৭-১৮%, আঁশ ১৪%, খনিজ পদার্থ ৭% ও বিপাকীয় শক্তি ২৭০০ কিলোক্যালরী/ কেজি হওয়া প্রয়োজন।

খাদ্যে পরিমাণঃ
বয়স্ক খরগোশের জন্য প্রতিদিন ১৩০-১৪৫ গ্রাম, দুগ্ধবতী খরগোশের জন্য প্রতিদিন ২৫০-৩০০ গ্রাম ও বাড়ন্ত খরগোশের জন্য প্রতিদিন ৯০ গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে।

খাদ্যের ধরণঃ
সবুজ শাক-সবজিঃ ঋতু ভিত্তিক সবজি, পালং শাক, গাজর, মুলা, শশা, শাকের উচ্ছিষ্টাংশ, সবুজ ঘাস ইত্যাদি।
দানাদার খাদ্যঃ চাল, গম, ভুট্টা, তৈলবীজ ইত্যাদি। তবে, বাণিজ্যিকভাবে খরগোশ পালনের জন্য ব্রয়লার মুরগির জন্য প্রস্তুতকৃত খাদ্য খরগোশের রেশন হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ছবিতে প্রাপ্ত বয়স্ক খরগোশের খাদ্য তালিকা দেয়া হল:

অসুস্থ খরগোশের চোখ ফ্যাকাসে, কান খাড়া থাকে না, লোম শুষ্ক ও রুক্ষ দেখায়, খাদ্য ও পানি পানে অনীহা প্রকাশ করে, দৌড়াদৌড়ি কম করে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি প্রভৃতি লক্ষণ দেখা যায়।

আপনার খরগোশকে কি খাওয়াবেন? আপনার খরগোশকে কি খাওয়াবেন? Reviewed by red blog on 10:10 PM Rating: 5

43 comments:

  1. বাচ্চা খরগোশ কে কি কি খাবার খাওয়াবো??

    ReplyDelete
    Replies
    1. যে কোনো ধরনের শাক ও বাঁধাকপির পাতা গম ইত্যাদি খাওয়াতে পারেন ।

      Delete
  2. খরগোশ কী ধনেপাতা খায়?

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ আমাদের খরগোশ টা ধনেপাতা খুব ভালোকরেই খাই।

      Delete
    2. খুব মোজ করে খায় ওরা,👌

      Delete
  3. খরগোশ কি পানি খেতে পা???

    ReplyDelete
    Replies
    1. হ্যা ভাই।পানি খায়

      Delete
    2. আমার খরগোশকে পানি দিলে কখনো খায় না

      Delete
  4. খরগোশ কি পুইশাক খায়

    ReplyDelete
    Replies
    1. হ্যাঁ খায়

      Delete
    2. পুঁই শাক খাইনা কিন্তু অন্যান্য শাক খাই যেমন পালং, ডাটা শাক, কমলি শাক, বাঁধাকপির শাক ইত্যাদি ।

      Delete
  5. Hallo Friends
    Help Me Please
    খরগোশ এর বাচ্চা কে কয় দিন পর
    ঘাস/ শাক সবজি খাওয়ানো যাবে

    ReplyDelete
  6. রান্না করা সবজি খাওয়া যায় কি না

    ReplyDelete
  7. https://youtu.be/ZNhniqXzvQc

    বিশাল একটি খরগোশের খামার

    ReplyDelete
  8. https://youtu.be/ZNhniqXzvQc

    দেখুন বিশাল বড় খরগোশের খামার

    ReplyDelete
  9. আমার খরগোশের লোম উঠে যাচ্ছে কিন্তু চামড়া লাল হয়নি কি করা যাবে?

    ReplyDelete
  10. খরগোশ যদি পরিমানের চেয়ে বেশি খায় কোন সমস্যা হয় কি?

    ReplyDelete
    Replies
    1. খরগোশ যা যা খায়, দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন

      https://youtu.be/ZF0AYi7ugy0

      Delete
    2. না ওরা সারাদিনই খায়

      Delete
  11. খরগোশ যা যা খায়, দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন

    https://youtu.be/ZF0AYi7ugy0

    ReplyDelete
  12. আমার খরগোশ টা পাতলা পায়খানা করছে,, আবার কিছু সময় পর শক্ত পায়খানা করছে,, বিগত ৩-৪ দিন হইলো এমন হচ্ছে,,
    কি করা উচিত,,??

    ReplyDelete
  13. আমার খরগোশ টা ঘাস খেতে চাচ্ছে না একদম ই।শুধু ঠোস্কা পাতা খায় যেতা কিছুটা ধারালো।এখন আমার করনীয় কি?

    ReplyDelete
  14. খরগোশ এর জ্বর আসলে কি করা উচিৎ?

    ReplyDelete
    Replies
    1. পশু হাসপাতালে নিয়ে যান ।

      Delete
  15. মা খরগোশকে কি খাওয়াবো??

    ReplyDelete
  16. Khorgosh ke ki kheshari shak khawano jabe??? Amr khorgosher baccha ta gajor,shosha,palong shak o khayna.

    ReplyDelete
  17. খরগোশের কত বয়স হলে বাচ্চা দেয়?

    ReplyDelete
  18. আমার খরগোশ পানি খায় না। না খাইলে কি কোনো সমস্যা???

    ReplyDelete
    Replies
    1. ওরা বাকি যেসব খাবার খাই সেটাতেই ওদের জলের চাহিদা পূরণ হয়ে যায় ।

      Delete
  19. amar khorgos ta pani khai na..ami ki korbo??

    ReplyDelete
  20. আচ্ছা খরগোশ কে নাকি বেশি পানি খাওয়ানো উচিত না? পানি খাওয়ালে নাকি খরগোশ বেশিদিন বাঁচে না এটা কতটা যুক্তিসঙ্গত জানাবেন প্লীজ!
    আর একটা কথা সেটা হচ্ছে খরগোশ কে ঠিক কি রকম তাপমাত্রায় রাখা প্রয়োজন বেশি গরম এ রাখতে ভয় লাগে বা হালকা গরম ই রাখতে ভয় লাগে যদি স্টোক করে তাই আর ফ্যান এর বাতাসের নিচে রাখতে ভয় লাগে যদি ঠান্ডা লাইগা যায় বা কিছু হয় তাই আমার তাহলে এখন কি করনীয় কেমন টেম্পারেচার এ রাখবো তাদের আর কত দিন পর পর তাদের গোসল করাবো?

    ReplyDelete
    Replies
    1. আমার খরগোশগুলো সবসময় ফ্যান এর নিচে থাকে , আর জলের চাহিদা ওদের অনান্য খাবার থেকে পূরণ হয়ে যায় ।

      Delete
  21. কেউ বলতে পারবা? আমাদের খরগোশ কিছুদিন ধরে কিছু খাচ্ছেনা কেন কিছু বুঝতে পারছি না

    ReplyDelete
    Replies
    1. তাড়াতাড়ি পশু হাসপাতাল নিয়ে যান

      Delete
  22. বাসায় কোন খাবার না থাকলে কি খেতে দেওয়া যেতে পারে

    ReplyDelete
    Replies
    1. গম,চাল,ছোলা,শাক,সয়াবিন ইত্যাদি

      Delete
    2. খরগোশকে ছোলা খাওয়ানোর যাবে ?আমার খরগোশ গাজর খেতে চায়না তার জন্য কি করব যাতে গাজর খায় ???

      Delete
  23. খরগোশকে ছোলা খাওয়ানোর যাবে ?আমার খরগোশ গাজর খেতে চায়না তার জন্য কি করব যাতে গাজর খায় ???

    ReplyDelete
  24. গম খেতে দিলে খরগোশ এর কোনো ক্ষতি হতে পারে? চাল বা মুড়ি কি দেয়া যাবে?

    ReplyDelete

Total Pageviews

Made by @red blog.. Powered by Blogger.